পুঁজি+নারী IS >PRODUCT↔একটি সাবান কোম্পানী ও অন্যান্য ঘোলাজল - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

লিটলম্যাগাজিন সমাজতন্ত্রের কেন্দ্রীয় সংগঠন নয়, এটি গুটিকয় অস্থির কবির গোপন চুক্তি

বুধবার, ৭ মার্চ, ২০১৮

পুঁজি+নারী IS >PRODUCT↔একটি সাবান কোম্পানী ও অন্যান্য ঘোলাজল

পুঁজির যাতাকলে ফেঁসে যাচ্ছে মানুষ। পুঁজির নানান রকম ভেংচী আর কর্পোরেটের পোদ ঘষাঘষিতে ক্রগামগত ফুলে ফেঁপে উঠছে মানুষের নিন্মাঙ্গ-ঊর্দ্ধাঙ্গসহ সর্বস্ব। তারা রগরগে বাজার চায়, ফটো সুন্দরীর মত মসৃণ শরীর, আপততত সুন্দরী না হলেও অন্তত সাবান কোম্পানীগুলোর কোন সমস্যা নেই। কেননা তাদের কাছে গায়ের রঙ ফর্সা মানেই সুন্দর নয়, সৌন্দর্য পরিচ্ছন্নতায়। আবার তাদের মত অন্য কোম্পানীগুলো পুরুষ হোক আর নারী হোক তাদের গায়ের রঙ ফর্সা করার দায়িত্ব নিয়ে দিচ্ছে নতুন ফর্মূলা। তিন সপ্তাহে গায়ের রঙ ফর্সা করার জন্য দিচ্ছে নিত্য নতুন ফর্মূলার ভিটামীন সমৃদ্ধ মলম। আবার কনডোম কোম্পানীগুলো বের করছে স্ট্রবেরী স্বাদের কনডোম। যা বিজ্ঞাপনী বিলবোর্ডে শোভা পাচ্ছে স্ট্রবেরী মুখে ললনার মুখ। আমাদের নারী নেত্রী, ভগ্নী সহায়তা কেন্দ্র সমূহসহ হরেক রকমের মাগীবাদী-মদ্দাবাদী  সংগঠন রূপধারী প্রতিষ্ঠানগুলো এইসব পণ্যের বিজ্ঞাপনে মুগ্ধ-বিমোহীত। কেননা দিনের পর দিন তারাও পুঁজিবাদীর কাছে আরো দামী ও প্রভাবশালি পণ্য হোয়ে উঠছে।

অতএব হে পুঁজি
হে পুঁজিতন্ত্র নমষ্কার!

অতএব হে সাধুসজ্জ্বন-আঙুলের মাথায় তুলে নিন বাজার থেকে খরিদ করা মলম। আপনার মুখের পরিবর্তে মাখতে থাকুন নিন্মাঙ্গে, সৌন্দর্যম-িত করে তুলুন পোষাকের ভিতর ত্বকের। তাতে প্রতিষ্ঠানের বিস্তর লাভ থাকতে পারে কি পারেনা তা আমার জানা নাও থাকলেও অন্তত রঙ পরিবর্তনের জন্য আপনিও প্রস্তুত হোন। প্রতিষ্ঠান আপনার উর্দ্ধাঙ্গ আর নিন্মাঙ্গ ধবল শাদা করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিজ্ঞাপনের সুড়সুড়িতে আপনাকেও গোগ্রাসে গিলে খাচ্ছে।

পুঁজি আপনাকে গিলে ফেলছে-তার বিজ্ঞাপনে, পুঁজি আপনাকে বেঁধে ফেলছে তার অফারকৃত প্যাকেজে, পুঁজি আপনাকে শাসন করছে আপনার সিন্ধান্তের সংকটে, পুঁজি আপনাকে পুঁজি করছে একজন সম্মানীত ক্লায়েন্ট বানিয়ে। অতএব পুজির পকেটে আপনি কোমর ঢুকিয়ে দুলতে থাকুন। দোলাতে থাকুন আপনার স্ত্রী-সন্তানকে। এভাবে দুলতে দুলতে দোলাতে দোলাতে আপনাকেও খ- বিখ- করে তুলছে। আপনি তাদের একজন সম্মানীত গ্রাহক।
আপনি ১লক্ষ গ্রাহকের একজন
আপনি ৫০লক্ষ গ্রাহকের একজন
আপনি  ১কোটি গ্রাহকের একজন
আপনি ৩কোটি গ্রাহকের একজন
আপনি ৫কোটি গ্রাহকের একজন
আপনি নিশ্চিত থাকুন পৃথিবীর ১০০ কোটি গ্রাহকেরও একজন হবেন। একজন গ্রাহক মানে একটি পণ্য, একটি পণ্য মানে একজন আপনি। একজন আপনার থেকে একটি পরিবার। একটি পরিবার থেকে একটি সমাজ। একটি সমাজ থেকে উপজেলা-জেলা-শহর-বন্দর-মহানগর-রাজধানী। অর্থাৎ আপনার থেকে একটি রাষ্ট্র পর্যন্ত সবকিছুই সাম্রাজ্যবাদী পুঁজির কাছে পণ্য হোয়ে উঠছে এবং পণ্যবাহী কিংবা পণ্যমুখি রাষ্ট্রের কাছে ফিরে আসছে বিশ্বব্যাংক এর ঋনের সাম্পান। আমরাও ক্রমশ হোয়ে উঠছি একেকজন সফল ঋণজীবি। জয়তু হে ঋণজীবি। জয়তু হে ধনতন্ত্র। জয়তু হে সাসাম্রাজ্যবাদী আগ্রাসী পুঁজিতন্ত্র।

পুঁজিপতিরা তাদের মুনাফা ও ব্যবসায়িক প্রমোশনের জন্য আপনাকে বানাচ্ছে সুপারস্টার মডেল, টকশো বয়াতি, বুদ্ধিব্যাপারী, সাহিত্যজীবি, শিল্পীপতি, বাজারী সম্পাদক ও বেশ্যা। সুপারস্টার মডেলরা তাদের পন্যস্বর্বস্ব শরীর দেখিয়ে আপনাকে যৌন সুড়সুড়ি সমেত পন্যের প্রতি মোহ তৈরী করছে। টকশো বয়াতিরা স্থিতিশীল কিংবা অস্থিতিশীল বাজার ব্যবস্থাপনার জন্য আপনাকে পুজিতন্ত্রের প্রয়োজনুসারে উত্তেজিত ও প্রশোমিত করছে। সাহিত্যজীবিদের নিয়ে হে উৎসব থেকে শুরু করে গে উৎসব পর্যন্ত করছে তাদের দোকানদারী জিনিসপত্র কৃত্তিকলা প্রদর্শনের জন্য। নামধারী ছোটকাগজের তকমা লাগিয়ে নিন্মবিত্তের বাজার তৈরীতে কাজ করছে সারা বছর ধরে। আবার সম্পাদক বানিয়ে রাজনৈতিক ফর্মূলা তৈরী করে উচ্চতর বাজার ব্যবস্থাপানা তৈরী করছে। আপনি কিংবা আপনার শিশু জন্মগ্রহন করার পর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবই বিক্রি হয়ে গেছে পুঁজিতন্ত্রের কাছে, প্রতিষ্ঠানের কাছে।


ロ শাফি সমুদ্র



Pages