আঙুল - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

আঙুল

আগুনের ভিতরে হাতটা বাড়িয়ে দাও পুড়তে পুড়তে
অধিক সংষ্করণে নিষ্পাপ হয়ে যাক পঁচে-গলে নষ্ট হয়ে
যাওয়া আঙুল থেকে নেমে যাক অনধিকারের প্ররোচনা

অঙ্গার হাত পবিত্র প্রপাতে তোমার জন্য গর্জে ওঠে
বিষের শ্লোগানে মুখরিত করে তোলে আসন্ন অভিশাপের প্রস্তুতি
পোড়া হাত-হাতের আঙুল বিশ্বস্ত নেতৃত্বে খুন ও বেদনালিপি
মুখস্ত করে নির্ভুল আর নির্দয়ভাবে

জর্জরিত বেদনায় বিশৃঙ্খল সূর্যের স্নান-শোষিত পাতাবাহারে
বিগলিত বাষ্পের ভালোবাসা হারিয়ে-বিচিত্র বেলাভূমে
আমাদের জন্যে লেখা থাকে পরিব্রাজক ঘুমের ইতিহাস

আগুনের বিশ্বাসে জেনেছি আমাদের অমূল্য শ্লোগান
বাতাসের কীর্তিকলাপে বেঁচে থাকে নিরুপায় শিল্পায়নের ভিতর
প্রতিঘাতের সমাহিত রক্ত প্রবাহে আমাদের প্রকম্পিত মিছিল
বারবার বিকল রাষ্ট্রযন্ত্রের ভিতরে খুঁজছে অধিকারের সংশয়

আমাদের প্রতিটি আঙুল-আঙুলের বেদনা ভুলে অতিশয় শান্ত থাকে
আমাদের প্রতিটি আঙুল-আঙুলের মুক্তির জন্য বেঁচে থাকে চিরকাল



ロ শাফি সমুদ্র



Pages