খুব সামান্যই চেয়েছি তোমার কাছে
দুপুরের রোদ ক্লান্ত চোখের ভাঁজ-পথে পথে ফেলে আসা
দেহের ছায়া, নিঃশ্বাসের ঘ্রাণ, অঙ্ক ভুলের বেদনা।
দুপুরের রোদ ক্লান্ত চোখের ভাঁজ-পথে পথে ফেলে আসা
দেহের ছায়া, নিঃশ্বাসের ঘ্রাণ, অঙ্ক ভুলের বেদনা।
ভুল করে ফেলে আসার অপেক্ষাটুকু চেয়েছিলাম
ওঁৎ পেতে থাকা সন্ধ্যায় তোমার নিঃশব্দতা কিংবা
বাড়ি ফেরার ব্যস্ততা চেয়েছিলাম
ঘরে ফেরা দরোজার আড়ালে নানান অযুহাত,
পোষাক বদলানো সাজ ঘরের আয়না হতে চেয়েছিলাম।
ওঁৎ পেতে থাকা সন্ধ্যায় তোমার নিঃশব্দতা কিংবা
বাড়ি ফেরার ব্যস্ততা চেয়েছিলাম
ঘরে ফেরা দরোজার আড়ালে নানান অযুহাত,
পোষাক বদলানো সাজ ঘরের আয়না হতে চেয়েছিলাম।
বালিশের কাছে লুকানো গোপন ফিসফাস
বিছানার উপর এলিয়ে দেয়া অলসতা চেয়েছিলাম
খুব নীরবে দরোজা বন্ধ করে দেবার শব্দটুকু চেয়েছিলাম
খুব সামান্যই চেয়েছি তোমার কাছে।
বিছানার উপর এলিয়ে দেয়া অলসতা চেয়েছিলাম
খুব নীরবে দরোজা বন্ধ করে দেবার শব্দটুকু চেয়েছিলাম
খুব সামান্যই চেয়েছি তোমার কাছে।
কিছুইতো দাওনি আমায়
দিয়েছো শুধু ঘুমঘোরে আঁৎকে ওঠা সর্বনাশ।
ロ শাফি সমুদ্র
দিয়েছো শুধু ঘুমঘোরে আঁৎকে ওঠা সর্বনাশ।
ロ শাফি সমুদ্র