অধিকার - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

বুধবার, ৭ মার্চ, ২০১৮

অধিকার

বোঝনি অতলে ঘুমিয়ে থাকে মিথ্যের বাতি
ঘুমঘোরে অমীমাংসিত ছলাকলা-জাগতিক প্রাণ
মৌমাছিদের ফেলে রাখা রক্তের শরীর তোমাকে
নির্মাণ করেমধ্যবিত্ত স্বপ্নে-নির্মোহ অন্ধকারে
প্রাঞ্জল প্রস্তুতিতে দূর থেকে তেড়ে আসে ঈগল
বিচ্যুত-আপোসহীন ভিটেমাটির অধিকারে

অধিকারের অঙ্কে তুমিও ভুলেছো সংসার
সন্তান ও সম্ভ্রমের শ্রেণি বিভাজন
কঙ্কালের ছায়ায় এমন সভ্যতায় ও সুন্দরে রেখেছো
সোনালি চুলের বিচিত্র বিরোধনামা

অসম্ভব রক্তের  বিনীত পাঠ শেষে
মুখস্তবিদ্যার মতো শোনাতে থাকো নির্মম ঘুমের কান্না
অকষ্মাৎ যন্ত্রণায় কাঁৎ হয়ে যাওয়া অনভ্যস্ত জীবন

জীবন-যাপনের অধিকতর সংশয়ে তুমি আর আমি
যৌথ জীবন ভেঙেচুরে নিয়ে যাচ্ছি নিরপরাধ নদীর কাছে


ロ শাফি সমুদ্র

Pages