মহিমান্বিত বেদনায় - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

বুধবার, ৭ মার্চ, ২০১৮

মহিমান্বিত বেদনায়

বালিপথে হেঁটে যাওয়া পায়ের প্রলেপ মনে রেখে
তুমি খুঁজে বেড়িয়েছো সুদীর্ঘ পতিত কান্না-শ্যামল দীর্ঘশ্বাস

দুঃখবিহীন শরীর ভেঙে বর্ণিল সংসার
অগ্নিবলয়ের মধ্যে বহুবার তোমার নাম ধরে ডাকে
বিমর্ষ রাস্তায় ধুলোবালির অবিরাম উৎপাত হঠাৎ হাওয়ায়
খুব বেশি দুর্বিনীত হয়ে ওঠে তোমার নাম-চোখের আগুনে
আহত হয় দরিদ্রতা-ভুল করে ঈর্ষাতুর আয়ু
বিনাশের প্রবল ঘ্রাণে একাকী ভষ্ম হয়ে যায়

মৃত্যুর অধিক নৃশংসতা-আপাদমস্তক খুনের কারুকাজ
তোমার হাতে চমৎকার নেচে যায়পোকামাকড় জীবন
নিরুপায় ও নির্মম বিছানার পাশে ভিখারীর মতো
নির্ঘাত ভাগ্যের বেসাতির মধ্যে তোমাকে নির্মাণ করে
আর মহিমান্বিত বেদনায় তোমাকে ভেঙে টুকরো টুকরো করে
বিগত বিশ্বস্ত এক হাত

Pages