তখনো তোমার শরীরেবহুবর্ণের পাতা অতল অগ্নি
চোখের কোণে মেলে আছোআদিবাসি স্বপ্ন-তখনো
শরীরের ভাঁজ ভাঙোনিচোখের নিচে কালো জলেরউষ্ণতা
হত্যা করে হও অনন্ত অপরাধি-প্রবল রক্তপাত জীবনের
অসংখ্য উৎপাতে তুমিভেঙে ফেলছো জীবন যাপন
প্রবাহিত নদীর সরল প্রতিশ্রুতি
মাছের অকাল জীবন তুচ্ছ করে ক্রমাগত নিঃশ্বাসঘন মুহূর্তে
পথের প্রাচীরে হেঁটে যাও-কতপথ হেঁটে সম্পর্কের
মধুরতা পাওয়া যায়-নির্বাক অভিশাপে তখনো তোমার
নিঃশ্বাসের মমতাখুব একা পালিয়ে বেড়ায় এঘরে ওঘরে
দূরগামি পথিকের পায়ে কত পথ কেঁদে ওঠে
কতপথ কুমারি রোদের অপেক্ষায় র্দাঁড়িয়ে থাকে
আমিও পথের শরীরে জ্বালিয়েছি নির্মম আগুনমালা
বহুবর্ণের পাতায় গেথেছি সবুজ সবুজ বিস্ফোরণ আর
অস্তমিত সূর্যের অভিসম্পাতে নিজেকে নির্মম ভাবে
হত্যা করি নিজের ভিতরে-সংগোপনে
চোখের কোণে মেলে আছোআদিবাসি স্বপ্ন-তখনো
শরীরের ভাঁজ ভাঙোনিচোখের নিচে কালো জলেরউষ্ণতা
হত্যা করে হও অনন্ত অপরাধি-প্রবল রক্তপাত জীবনের
অসংখ্য উৎপাতে তুমিভেঙে ফেলছো জীবন যাপন
প্রবাহিত নদীর সরল প্রতিশ্রুতি
মাছের অকাল জীবন তুচ্ছ করে ক্রমাগত নিঃশ্বাসঘন মুহূর্তে
পথের প্রাচীরে হেঁটে যাও-কতপথ হেঁটে সম্পর্কের
মধুরতা পাওয়া যায়-নির্বাক অভিশাপে তখনো তোমার
নিঃশ্বাসের মমতাখুব একা পালিয়ে বেড়ায় এঘরে ওঘরে
দূরগামি পথিকের পায়ে কত পথ কেঁদে ওঠে
কতপথ কুমারি রোদের অপেক্ষায় র্দাঁড়িয়ে থাকে
আমিও পথের শরীরে জ্বালিয়েছি নির্মম আগুনমালা
বহুবর্ণের পাতায় গেথেছি সবুজ সবুজ বিস্ফোরণ আর
অস্তমিত সূর্যের অভিসম্পাতে নিজেকে নির্মম ভাবে
হত্যা করি নিজের ভিতরে-সংগোপনে
ロ শাফি সমুদ্র