এক নিমজ্জিত বেদনার সলতে পোড়াতে পোড়াতে যিনি ক্রমাগত লিখে যান আধ্যাত্মবাদের সুতীক্ষ্ম কলাকৌশল-বোধের অনিবার্য উপস্থিতি-দার্শনিক আরাধনার ক্রমবিস্তার তিনি সৈয়দ তৌফিক উল্লাহ, কবি, গল্পকার এবং গদ্যশিল্পী। প্রথাবিরুদ্ধ এই কবির ‘শাস্ত্রকানা’ তৃতীয় কবিতা গ্রন্থ। অসম্ভব শক্তি ও মেধার বিচরণে আধ্যাতিœকতার প্রাচুর্যতায় তিনি নিজের ভেতর ও বাইরের দ্বান্দ্বিকতার চরম বহি:প্রকাশে খুঁজতে থাকেন জীবনপ্রণালি ও বেঁচে থাকার গুপ্ত ধাঁধা। ধর্ম-জাতি-উপজাতি-আস্তিকতা-নাস্তিকতা এবং ধর্মশালার বৈপরীত্যে নির্মোহ জীবনলিপি পাঠ করতে পাঠককে বাধ্য করবেন ‘শাস্ত্রকনা’র প্রতিটি কবিতায়। নৈরাশ্য ও টানাপোড়েন-দূর্ভেদ্য দর্শন-অস্তিত্বের অন্তর্মুখিতায় কবি খোলসবদ্ধ হলেও আত্মতুষ্টির বিমূর্ততায় উঠে এসেছেন সমহিমায়। সমন্বিত অনুভবের বীজমন্ত্র শোনাতে থাকবেন পাঠকের চিন্তা আর মননের খুব গভীরে।
অপ্রাতিষ্ঠানিক মনষ্কতায় কবি সৈয়দ তৌফিক উল্লাহ বাংলা ভাষার গুরুত্বপূর্ণ ছোটকাগজ ‘দ্রষ্টব্য’, ‘প্রতিশিল্প’, ‘করাতকল’, ‘শাব্দিক’ এ নিয়মিত লেখার পাশাপাশি নির্মাণ করছেন আরেকটি প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ ‘যশোর রোড’। বেনিয়াবৃত্তি, পুঁজির দাসত্ব আর মিডিয়ার অগ্রাসনের বিরোধিতায় ছোটকাগজ আন্দোলনে সৈয়দ তৌফিক উল্লাহ দৃঢ়চিত্তে সক্রিয় রেখেছেন নিজেকে।
ロ শাফি সমুদ্র
ロ শাফি সমুদ্র