চেতনালুপ্ত ঘ্রাণ - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

চেতনালুপ্ত ঘ্রাণ

সেভাবে ধরো হাত যেন শত্রু হয়ে না যেতে পারি-ছুটতে ছুটতে
পাথর প্রস্তরে চুরি হয়ে না যেতে পারি-ইচ্ছের ভিতর নিজেকে
আটকে প্রচ- কঠিন না হতে পারি-ধরো-শক্ত করে হাত ধরো
জ্বলে জ্বলে ছাই ভষ্ম হয়ে যাবার ছুঁতোয় হিম হয়ে থাকতে পারি
তোমার মসৃণ শান্ত মুঠোর ভিতরে

কেন চৌচির হয়ে যাচ্ছি-আমাকে প্রশ্ন করে দেখ-বিদ্ধ করো
শূন্যতার মধ্যে অজস্র শূন্যতা আমাকে শ্মশানে রেখে আসে
আক্রান্ত আত্মায় যেন সহসা ভেসে যেতে পারি শকুনের বিশ্বস্ত ডানায়
সর্বগ্রাসী নদীর স্বভাবে সুরক্ষিত থাকুক আমার মন ও বয়সের আগুন
নিপীড়িত চোখ রক্তের লাল রঙে উড়ে যায় শুকনো পাতাদের সাথে
ঘর থেকে উঠোন থেকে উড়তে উড়তে গ্রামের পথ ধরে বহুদূর

শক্ত করে ধরে রাখো মন-ঋতুবদলের হাওয়ায় থাকে সব ঠিকঠাক
সাজিয়ে রাখো উজ্জ্বল কোমল কোমর-বিশ্বাস করে বাঁচুক ঘুমভাঙা চোখ
নগ্ন হয়ে তোমার বুকের উপর ঘুমিয়ে থাকুক হণ্য হবার আকাক্সক্ষা
দৃশ্যমান ঘুমের প্ররোচনায় তোমার ঠোঁট নিখুঁত প্রলাপে শান্ত রাখো
পুরোহিতের পরাজিত দীর্ঘশ্বাসে-কঠিন বায়বীয় আগ্নেয় নিঃশ্বাস

তীক্ষ্ম শিল্পে অতিশয় গোপনে টেনে ধরো মরে যাবার বাসনা
চেতনালুপ্ত ঘ্রাণের ভিতর বেড়ে উঠুক আমার উত্তর প্রজন্মের দীর্ঘায়ু



ロ শাফি সমুদ্র



Pages