একসাথে পরাজিত মুহূর্ত মাতৃগর্ভে খুঁজে পায় শারীরিক তাপ
আর প্রজাপতির ভয়ঙ্কর উষ্ণতায় বাহুমূলে কতোটা অভিশপ্ত
কতোটা অন্ধত্বে মূর্খ হয়ে থাকে আমাদের অর্জিত পাপ ও পথ
কতদূর গিয়েছে জেনে ওজন স্তর, লুকিয়ে লুকিয়ে গেঁথেছি পুনরুত্থিত শহর
বেঁচে ছিলাম অসংখ্য দুপুরের সমস্ত অসুখ নিয়ে স্পর্শের কাতরতায়
অজস্র সন্ধ্যা নিঃসঙ্গ ব্রিজের মতো দাঁড়িয়ে থাকে নানান অযুহাতে
নৃশংস দর্শকের চোখের ভেতরে শোজীবি সম্ভ্রম
বুদ্ধিবাজদের তীর্থজ্ঞানে ও ঘৃণায়
দীর্ঘশ্বাসগুলো আরো বিশ্বস্ত হতে হতে নদী শাসনে
ক্রমশ আয়ুবিনাশী হয়, আততায়ী বাতাসে বিদ্রুপ মহত্ত্ব
তোমার করতলে খুব অসভ্য হয়ে ওঠে
আমিও জেনেছি বিধ্বস্ত বাহুমূলে আর ফিরবে না
মৃত্যুর মতো অভিজ্ঞতা
আমিও জেনেছি প্রবল স্রোতে আর ফিরবে না
অমিমাংসিত শহর ও স্নানঘরে
আর প্রজাপতির ভয়ঙ্কর উষ্ণতায় বাহুমূলে কতোটা অভিশপ্ত
কতোটা অন্ধত্বে মূর্খ হয়ে থাকে আমাদের অর্জিত পাপ ও পথ
কতদূর গিয়েছে জেনে ওজন স্তর, লুকিয়ে লুকিয়ে গেঁথেছি পুনরুত্থিত শহর
বেঁচে ছিলাম অসংখ্য দুপুরের সমস্ত অসুখ নিয়ে স্পর্শের কাতরতায়
অজস্র সন্ধ্যা নিঃসঙ্গ ব্রিজের মতো দাঁড়িয়ে থাকে নানান অযুহাতে
নৃশংস দর্শকের চোখের ভেতরে শোজীবি সম্ভ্রম
বুদ্ধিবাজদের তীর্থজ্ঞানে ও ঘৃণায়
দীর্ঘশ্বাসগুলো আরো বিশ্বস্ত হতে হতে নদী শাসনে
ক্রমশ আয়ুবিনাশী হয়, আততায়ী বাতাসে বিদ্রুপ মহত্ত্ব
তোমার করতলে খুব অসভ্য হয়ে ওঠে
আমিও জেনেছি বিধ্বস্ত বাহুমূলে আর ফিরবে না
মৃত্যুর মতো অভিজ্ঞতা
আমিও জেনেছি প্রবল স্রোতে আর ফিরবে না
অমিমাংসিত শহর ও স্নানঘরে