কাকড়া ও নারীর গল্প - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

কাকড়া ও নারীর গল্প

তোমাকে কতোবার বলেছি এইখানে-
সোনালি ঝিনুক রোদের প্রাণ হয়ে আছে,
কিছুদিন তুমিও থেকে যাও সুস্বাদু ঝিনুকের দেশে।

তুমিও ঠিক পাহাড়ে ওঠার স্বপ্নে বিভোর
মাতাল তীরন্দাজের জোখে স্থির রেখেছো চোখ,
ও চোখে রেখেছো নারীর নির্ভুল মন।

নারীরও মন উড়ে বেড়ায় কবুতরের যানায়,
দুরন্ত রোদে ভাঁজ হয়ে আসে নারীর কপাল,
ও কপালে লেখা আছে কুমারী নিঃশ্বাসের ঘ্রাণ।

ও বিষাদের কাকড়া, জলের পোষাকে
কতোদিন দেখিনি তোমায়, ওপারে নদী, নদীঘর,
শান্তির রক্ষিত কপাটে তুমি ঘুমিয়েছো।

এপারে নীল আকাশ, ঝড়ের কবুতর,
তোমাকে কতোবার বলেছি এইখানে-
কিছুদিন তুমিও থেকে যাও সুস্বাদু ঝিনুকের দেশে।


ロ শাফি সমুদ্র



Pages