অগ্নিকুণ্ড - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

অগ্নিকুণ্ড


হে করুণ পরিণতি
ঝিনুক বিজ্ঞানের মুর্হূতে আমাকে ধ্বংস করো
ভেঙে চুরমার করো স্বপ্নাহত দিনগুলো, শৈশবের
চিরুণী ভাঙা দুঃখ নিয়ে আমাকে পোড়াও অন্ধকারে
দানবরে মতো ছুড়ে ফেলে দাও কলঙ্করে অগ্নিকুণ্ডে


হে অভিশাপ আমার
কপালকে দ্বিখণ্ডিত করে আবাদ করো বজ্রপাতের
প্রতিটি আঙুলের কষ্টকে বেদনার বাসনায় নিমজ্জিত করো
আগ্নেয়গীরির ভেতরে নিক্ষেপ করো আমার দৃষ্টি
জ্বলেপুড়ে ছারখার হয়ে যাক চেয়ে থাকার পরিণাম

তোমার চোখরে ভেতরে ধ্বংস হয়ে যাক আমার র্স্ববস্ব
তোমার হৃদয়ে আমি পুড়ে যাই জ্বলন্ত কড়াইয়ের মতো


ロ শাফি সমুদ্র


Pages