মাটির ঘ্রাণ - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

লিটলম্যাগাজিন সমাজতন্ত্রের কেন্দ্রীয় সংগঠন নয়, এটি গুটিকয় অস্থির কবির গোপন চুক্তি

বুধবার, ৭ মার্চ, ২০১৮

মাটির ঘ্রাণ

শাফি সমুদ্র

কাচের শহর ভেঙে আমাদের মলিন জীবন
নিভৃত শিকারীর হিসাব কষে আত্নগোপনে চলে যায়
বিস্তৃত দিগন্তের মোহ ছেড়ে আগত অধিকার
শৃঙ্খল বেদনায় খোঁজে ভুলে যাওয়া অভিম্পাত

দেয়ালের পিঠে বয়ে বেড়ানো অজস্র গোপন কান্না
দায়ভার স্বীকার করে একাকী লুকিয়ে যায়
কাঠ ও কয়লার প্রবল আধিপত্যে
অসংখ্য সন্ধ্যা-সন্ধ্যার প্রাণ হয়ে বেঁচে থাকা
কাকের কর্কশ খিস্তি খেউড় উম্মাদ করে তোলে
বিগত বসত বাড়ি
কান্নার উঠোন
নিঃসঙ্গ ক্লান্ত শ্রমের সদাই শেষে
বিশ্বস্ত চুলের ভিতরে গেথে রেখেছো
আমাদের অবিরাম দুঃখ
যন্ত্রণার খোয়াড়ঘর ও ঘুমের কাতরতা

বিভ্রান্ত শালিকের করুণ কান্নায় অর্থহীন জীবন
তোমার করতলে অনিশ্চয়তার ভোর হয়ে ফিরে আসে আর
তুমি ফিরে পাও দৈনন্দিন শুকিয়ে যাওয়া মাটির ঘ্রাণ


ロ শাফি সমুদ্র


Pages