আয়না জীবন - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

আয়না জীবন

ঠিক কতকাল আগে আয়নার ভিতরে হারিয়েছো নিজেকে
ভাঙা আয়নায় তোমার মুখোচ্ছবি-অবিকল তোমার মুখ
ভূ-ভাগের নির্ঘাত সংঘাতের শাসক হয়ে যায়

অপ্রস্তুত আয়না জীবন রূপান্তরিত বিশ্বাসে
টুকরো টুকরো অবয়ব বিস্তীর্ণ আকাশজুড়ে
বোহেমিয়ান বেহালায় তোমার নাম ধরে ডাকে
রুগ্ন ক্ষুধার গ্রাস হয়ে ক্লান্তিহীন দৈন্যতা
ঘূর্ণিঝড়ের মত বাতাসের বিস্ফোরণ
প্রতিপক্ষের ঘরে খুব যত্নে পরিপাটি জীবনে বেঁচে থাকে

স্নেহের ব্রক্ষ্মা-ে এমন বেঁচে থাকা
জলশূন্য দূরের নির্জন নির্বাক 
শিশুপুত্রের আঁকা নদীর স্বাধীন জীবন
সেইসব উত্তর প্রজন্মের ঘরে ফেরা মন ও প্রার্থনায় 
আয়নার ভিতর তোমার ফিরে পাওয়া মাতৃত্ব
বিকেলের রোদে দীর্ঘ ছায়া হয়ে যায়



ロ শাফি সমুদ্র


Pages