ইতিহাস - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

ইতিহাস

একদিন পুরুষের ভেতরে অদম্য পাখি হয়ে
উড়ে গেছো সজ্ঞানে-অভিমানে-অবলীলায়
অন্ধ পরিধি ভেঙে অধিক দূরত্বে ডানা মেলে পরিভ্রমণ করেছো
ডানার ভেতর কান্নার সংসার গোপন গভীর সার্বভৌম

সম্প্রসারিত বাহুতে ছুঁয়ে গেছো গ্রাম থেকে গ্রাম
ছায়ার ভেতরে এঁকেছো প্রতারিত ভোরের জয়গান
আমার জলের পরিণাম নিঃশব্দে তোমার চোখের কোণায়
অবধারিত বিনাশের পথ চেয়ে থাকে

প্রকাণ্ড শীতের সম্ভ্রমে শাদা হয়ে আসে দৃশ্যপাত
দৃশ্যের ভিতরে ভূগোল ভুলে আমিও অন্ধ হোই
সীমানা ভেঙে নিঃশ্বাস পোড়াতে থাকি অধিক যন্ত্রণায়
স্তব্ধ হয়ে যাওয়া ভূমিদস্যুকে যোগ বিয়োগের ভুল অঙ্ক শেখাই
দুগ্ধজাত শিশুর মতো

বয়ষ্ক রজনীর ভেতর আমাদের পুড়ে যাওয়া ইতিহাস আর
তোমার আমার নামের খাতায় মলাটবন্দি হিসাবের ছলাকলা
ক্রমশ: বয়স বেড়ে যাওয়া বয়সের অভিশাপে হারিয়ে যাচ্ছি
ইতিহাসের কঠিন কোন অধ্যায়ে


ロ শাফি সমুদ্র



Pages