রক্তের চাষ - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

লিটলম্যাগাজিন সমাজতন্ত্রের কেন্দ্রীয় সংগঠন নয়, এটি গুটিকয় অস্থির কবির গোপন চুক্তি

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

রক্তের চাষ

জন্মান্তর সন্ধ্যার ঝলসিত রঙে এমন উৎপাত
তোমাকে বিমর্ষ করে খ-িত শস্যদানা
প্রবাহিত নদীর মাদকময় শরীরে
সন্তর্পণে খুঁজে পাও উনুনের উত্তাপ-
কাক্সিক্ষত ফসলের চিরাচরিত রূপান্তর

চাষি মেয়ে-গোপন কুঠুরি খুলে পরাজিত পাথরে
কী চাষ করো-ভালোবাসার ক্রোধে ফসলের সাথে ফিসফাস
নিমগ্ন সঙ্গীত-ঝোঁপের ভিতর নিঃসঙ্গ বসবাসে তুমিও
জোনাকি হয়ে গেছো-অন্ধকারের আবাদ শেষে
তৃষ্ণার্ত ঘরে কেমন লাল হয়ে গেছে তোমার অনাবাদী চোখ

চূর্ণবিচূর্ণ স্বপ্নের খোলস ছেড়ে বিভ্রান্ত উঠোনে
অপেক্ষায় আছো ঘরে ফেরা ফলবতি ফসলের
ফসল-সোনালি ফসল সেতো তোমার আমার
রক্তের চাষেস্বর্গের দিকে চলে গেছে

ロ শাফি সমুদ্র



Pages