হাত ঢুকে যাচ্ছে হাওয়ার ভিতর
মসৃণ আঙুলগুলো সব কেউটে সাপের শরীর হয়ে গেছে
পাথরের মৃত অহঙ্কার ধারণ করেছো
বন্যপ্রাণির অভিশাপে তোমার আমার
অগণিত ফুল-পাখি-নদী কান্নায় ভেঙে পড়ে
কয়লার কান্না দেখতে দেখতে গ্রামের ওপারে
বহুবার আমাদের জীবন ফিরে যায়
প্ররোচিত পেন্সিলের দুঃখ নিয়ে অবিরাম
রঙিন আগুন হাসতে হাসতে পোড়াতে থাকে
পরিত্যাক্ত পালক-জমে থাকা চোখের মায়া
তুমুল স্রোতের ভিতর ভেসে আসা বিষণ্ন বরফ
প্রবল তুষারপাত ছেড়ে বর্গীর মতো হানা দেয়
প্রাচীন পথে শান্তির চোরাবালিতে পড়ে থাকে
আমাদের ফেলে যাওয়া অনিবার্য নীলরঙ
যেখানে আমরা বহুবছরআগে হারিয়েছি ধর্মের কান্না
ডুকরে ওঠা শীতল সবুজ বিজ্ঞান
মসৃণ আঙুলগুলো সব কেউটে সাপের শরীর হয়ে গেছে
পাথরের মৃত অহঙ্কার ধারণ করেছো
বন্যপ্রাণির অভিশাপে তোমার আমার
অগণিত ফুল-পাখি-নদী কান্নায় ভেঙে পড়ে
কয়লার কান্না দেখতে দেখতে গ্রামের ওপারে
বহুবার আমাদের জীবন ফিরে যায়
প্ররোচিত পেন্সিলের দুঃখ নিয়ে অবিরাম
রঙিন আগুন হাসতে হাসতে পোড়াতে থাকে
পরিত্যাক্ত পালক-জমে থাকা চোখের মায়া
তুমুল স্রোতের ভিতর ভেসে আসা বিষণ্ন বরফ
প্রবল তুষারপাত ছেড়ে বর্গীর মতো হানা দেয়
প্রাচীন পথে শান্তির চোরাবালিতে পড়ে থাকে
আমাদের ফেলে যাওয়া অনিবার্য নীলরঙ
যেখানে আমরা বহুবছরআগে হারিয়েছি ধর্মের কান্না
ডুকরে ওঠা শীতল সবুজ বিজ্ঞান
ロ শাফি সমুদ্র