আপোষ না করার অধিকারে তোমার ঘোর লেগেছে
উত্তপ্ত নিঃশ্বাসে বাকরুদ্ধ পাখি উড়ে গেলো শূন্য হাতে
হাতড়ে বেড়ানো জীবন বৃত্তান্ত ভাঙ্গনের ভ্রাতৃত্ব ছেড়ে
তুমি চলে গেছো সমুদ্রের দিকে-রহস্যের বিভ্রান্ত জলসীমায়
অহেতুক অভিমানে কাকে শোনাও নির্বাচিত দুঃখদিন
সহসা চুরি হয়ে যাওয়া সম্পর্কের টানাপোড়েনে কতদিন
ভয়হীন সচতুর প্রলাপ হৃদয়ে ধারণ করে মাছেদের কাছে যাবে
কতদিন সমগোত্রীয় প্রেম ভেঙেচুরে শান্ত ও মৌন ধ্যানে
রক্তের উৎপাত ঘাসের ভিতর লুকাবে-নিরুদ্দেশ হয়ে যাওয়া
ভূ-কম্পন শঙ্কার ভিতর দিয়ে লুট করে নাও শীতের সন্ধ্যা
মাটির উপর বিস্তীর্ণ ফসলের কান্নায় আধিপত্যে তোমার রঙ
ক্রমশ: মিথ্যে হয়ে গেছে-জীবনের পরাজিত পাঠমালা
পুণরুত্থিত মিথে স্তুতির পর স্তুতি সাজিয়ে
জ্বালাতে থাকে নির্মম পতন সংবাদ-অনিবার্য সংঘাতের
পথ বেয়ে তুমি ঘুমিয়ে থাকো বৃষ্টির বারান্দায়
নির্ভেজাল চকচকে রাষ্ট্রিয় বিধিমালায়
ロ শাফি সমুদ্র
উত্তপ্ত নিঃশ্বাসে বাকরুদ্ধ পাখি উড়ে গেলো শূন্য হাতে
হাতড়ে বেড়ানো জীবন বৃত্তান্ত ভাঙ্গনের ভ্রাতৃত্ব ছেড়ে
তুমি চলে গেছো সমুদ্রের দিকে-রহস্যের বিভ্রান্ত জলসীমায়
অহেতুক অভিমানে কাকে শোনাও নির্বাচিত দুঃখদিন
সহসা চুরি হয়ে যাওয়া সম্পর্কের টানাপোড়েনে কতদিন
ভয়হীন সচতুর প্রলাপ হৃদয়ে ধারণ করে মাছেদের কাছে যাবে
কতদিন সমগোত্রীয় প্রেম ভেঙেচুরে শান্ত ও মৌন ধ্যানে
রক্তের উৎপাত ঘাসের ভিতর লুকাবে-নিরুদ্দেশ হয়ে যাওয়া
ভূ-কম্পন শঙ্কার ভিতর দিয়ে লুট করে নাও শীতের সন্ধ্যা
মাটির উপর বিস্তীর্ণ ফসলের কান্নায় আধিপত্যে তোমার রঙ
ক্রমশ: মিথ্যে হয়ে গেছে-জীবনের পরাজিত পাঠমালা
পুণরুত্থিত মিথে স্তুতির পর স্তুতি সাজিয়ে
জ্বালাতে থাকে নির্মম পতন সংবাদ-অনিবার্য সংঘাতের
পথ বেয়ে তুমি ঘুমিয়ে থাকো বৃষ্টির বারান্দায়
নির্ভেজাল চকচকে রাষ্ট্রিয় বিধিমালায়
ロ শাফি সমুদ্র