নির্মোহ মৃত্তিকায় - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

নির্মোহ মৃত্তিকায়

আমি হুবহু মৃত্যুর মত দেয়ালের ভেতরে গেঁথে থাকি
ছুঁতে যাবার আগে ভাঁজ হয়ে যাই পাখির ধূসর পালকে

না জীবন না মৃত্যু থেকে দূরে দাঁড়িয়ে থাকি-যতদূর উষ্ণ মেঘ
সতর্ক পাহারায় অশ্বত্থের ছায়া ঘিরে রেখেছে আমার অস্তিত্ব
দেয়াশলাই জীবনে বিনম্র চোখে হারিয়েছি বেঁচে থাকার নিয়মকানুন

বয়সের অভিযোগে প্রতিবেশির অমোঘ তৃষ্ণা রাক্ষসের মতো
বিপন্ন হয় আমার বাহুতে-পরিণতির কলঙ্ক আচমকা ছুঁয়ে যায়
বৃক্ষের বিস্তৃত বাকলের স্বেচ্ছাচারি মন আমাকে প্রদক্ষিণ করে
লুট করে নেয় হারানো ঘুমের দুপুর-বিশ্বস্ত সকালের সর্বস্ব

আমিও পাল্টে যাই-পাল্টাতে থাকি দ্রোপদীর জর্জরিত ঋণে
কুচক্রি রাতের মধ্যে বোবা ঘাস হয়ে যাই-বাতাসের কাতরতায়
নিজেকে ভেজাতে থাকি দ্বিখণ্ডিত ক্রোধে বেঁচে থাকার রণকৌশলে

ও মেঘ-ঘাপটি মারা জীবনের গল্পে আমাকে রক্ষা করো
জ্বলন্ত উনুনের পাশে আমাকে রেখে দাও নামহীন পরিচয়হীন আশ্রয়ে
সূর্যের অকৃতজ্ঞ সন্তানের মত সঙ্গাহীন করে রাখো নির্মোহ মৃত্তিকায়

ロ শাফি সমুদ্র



Pages