অর্থনীতি - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

লিটলম্যাগাজিন সমাজতন্ত্রের কেন্দ্রীয় সংগঠন নয়, এটি গুটিকয় অস্থির কবির গোপন চুক্তি

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

অর্থনীতি

হাতের রেখায় ভরা পৃথিবী-কী চমৎকার ফুঁটিয়েছো বৃষ্টি
গ্রামকে গ্রাম উজাড় করেছো শস্যক্ষেত-ভাসিয়েছো কপালের ঘ্রাণ
গোঙানীরাতের ভেতরে লুকিয়েছো সর্বনাশ-জলধার শরীরে
অশ্বারহীর ক্লান্তি নেভাও বৃষ্টিমগ্ন সন্ধ্যায়

ও বৃষ্টি অসহায় উম্মাদের মতো প্রদক্ষিণ করো ঘর
প্রদক্ষিণ করো আমাদের ভুলে যাওয়া ইশকুল আঙিনা

জলের অযুহাতে আমার দু’পায়ে জড়িয়ে ধরে যুবতির কান্না
মাদ্রার পীঠে তুমিও নেচে যাও অর্থনীতির ডুকরে ওঠা বেদনায়


ロ শাফি সমুদ্র


Pages