কোথাও তোমার নাম লেখা নেই-পত্র পল্লবে ঝরে পড়া শরীরে
একাকী বেঁচে থাকা নিয়তির নিভৃত অনুলিপিতে নেই
বহুকাল নিরবিচ্ছিন্ন অন্ধকারে জ্বলে থাকা অগ্নি প্রলয়ে
অনুজ্জ্বল স্মৃতির ভেতরে তোমার নাম ভুলে থাকা জীবন
দূরাগত অনুভূতির অভিশাপে কঙ্কাল হয়ে গেছে
এসব ভুলে থাকা নিষ্পাপ নাম পাখিদের চোখের কোঠরে
অবিশ্বাসী হয়ে গেছে-নির্মম হলুদে নিজের প্রলুদ্ধ রঙ
স্বেচ্ছায় খুঁজে নেয় পতনের বিরহ-অভিমানের অভিসম্পাত
শৈশব ভাঙা স্তব্ধতা নির্বাক ও নিরীহ মশারীর ভেতরে
ভুলে থাকে তোমার নাম-বৃষ্টি ভেজা শরীরের কোমলতা
গ্রীষ্মের দহনে পুড়ে পুড়ে অঙ্গার ঘুমিয়ে থাকার বাসনা
বিকশিত বোধের ভেতরে দু’ভাগ হয়ে যায় ভূ ভাগে
অন্তরীন সূর্যের স্নেহ-সুদীর্ঘ স্বপ্নের অবধারিত মৃত্যু
তোমার চুলের ভেতর থেকে পালিয়ে আসা প্রবাহিত নদী
কবেই ভুলে গেছে ভুলে যাওয়া অগ্নিপথ-প্রতারিত দীর্ঘশ্বাস
তোমার নাম মনে নেই প্রাপ্ত বয়ষ্ক পাখিদের
তোমার নাম মনে নেই ভুলে যাওয়া ইশকুল ঘরে
আয়নার ভেতর বেঁচে থাকা বালকের শূন্য শীতল চোখে
ロ শাফি সমুদ্র
একাকী বেঁচে থাকা নিয়তির নিভৃত অনুলিপিতে নেই
বহুকাল নিরবিচ্ছিন্ন অন্ধকারে জ্বলে থাকা অগ্নি প্রলয়ে
অনুজ্জ্বল স্মৃতির ভেতরে তোমার নাম ভুলে থাকা জীবন
দূরাগত অনুভূতির অভিশাপে কঙ্কাল হয়ে গেছে
এসব ভুলে থাকা নিষ্পাপ নাম পাখিদের চোখের কোঠরে
অবিশ্বাসী হয়ে গেছে-নির্মম হলুদে নিজের প্রলুদ্ধ রঙ
স্বেচ্ছায় খুঁজে নেয় পতনের বিরহ-অভিমানের অভিসম্পাত
শৈশব ভাঙা স্তব্ধতা নির্বাক ও নিরীহ মশারীর ভেতরে
ভুলে থাকে তোমার নাম-বৃষ্টি ভেজা শরীরের কোমলতা
গ্রীষ্মের দহনে পুড়ে পুড়ে অঙ্গার ঘুমিয়ে থাকার বাসনা
বিকশিত বোধের ভেতরে দু’ভাগ হয়ে যায় ভূ ভাগে
অন্তরীন সূর্যের স্নেহ-সুদীর্ঘ স্বপ্নের অবধারিত মৃত্যু
তোমার চুলের ভেতর থেকে পালিয়ে আসা প্রবাহিত নদী
কবেই ভুলে গেছে ভুলে যাওয়া অগ্নিপথ-প্রতারিত দীর্ঘশ্বাস
তোমার নাম মনে নেই প্রাপ্ত বয়ষ্ক পাখিদের
তোমার নাম মনে নেই ভুলে যাওয়া ইশকুল ঘরে
আয়নার ভেতর বেঁচে থাকা বালকের শূন্য শীতল চোখে
ロ শাফি সমুদ্র