দীর্ঘকাল আমি কার জন্য পথ খুঁজিশত্রুর দীর্ঘপথ মাড়িয়ে
ঘাসের জীবন মেপে মেপেহরিণের খাদ্য আঁকি জ্বলজ্বলে
চোখের ভিতরে-সবুজের প্লাবনে সন্ধ্যার যমজ মেঘ
স্বত:স্ফূর্ত বিশ্বাসে তোমার ঠোঁটে ভয়ঙ্কর হয়ে ওঠে
শেকড়ের ভাষা ভাঙা অভিজ্ঞতায়অস্থিরস্নানঘরে তুমি
ভাসিয়েছোজলমগ্ন প্রাণ-প্রাপ্ত বয়ষ্কের পুর্ণরাত
নিখোঁজ রমণীর অতল শূন্যজীবননিষ্পাপ সাইকেলে মতো
পথের গভীরেই বিলীন-দূরের পথ ভেঙে এইটুকু স্মৃতি
তোমার আঁচলে রেখে দিলাম-নিমগ্ন অহঙ্কার উস্কে
গলায় গেথে দিলাম আজন্ম শৈশবের ঘুমভাঙা সকাল
অবিরাম বৃষ্টিকলায় নেচে ওঠো হৃদয়ঘটিত উৎসব
উর্বর শস্যদানা তোমাকেই গ্রাস করে দীর্ঘজীবি হয়
জীবনের নির্মল আকাক্সক্ষায় সহসা তুমি মিশে গেছো
হলুদবন ভেঙে ন্যুয়ে পড়া বিষাদের বৃক্ষে-ও বৃক্ষ আমার
যুবরাজবৃক্ষ-দরিদ্রতার উপাখ্যানে নাচিয়ে যাও পাখি
পালিত প্রেম বুকের ভিতরেই বসত গড়ে-বসত ভাঙে
ロ শাফি সমুদ্র
ঘাসের জীবন মেপে মেপেহরিণের খাদ্য আঁকি জ্বলজ্বলে
চোখের ভিতরে-সবুজের প্লাবনে সন্ধ্যার যমজ মেঘ
স্বত:স্ফূর্ত বিশ্বাসে তোমার ঠোঁটে ভয়ঙ্কর হয়ে ওঠে
শেকড়ের ভাষা ভাঙা অভিজ্ঞতায়অস্থিরস্নানঘরে তুমি
ভাসিয়েছোজলমগ্ন প্রাণ-প্রাপ্ত বয়ষ্কের পুর্ণরাত
নিখোঁজ রমণীর অতল শূন্যজীবননিষ্পাপ সাইকেলে মতো
পথের গভীরেই বিলীন-দূরের পথ ভেঙে এইটুকু স্মৃতি
তোমার আঁচলে রেখে দিলাম-নিমগ্ন অহঙ্কার উস্কে
গলায় গেথে দিলাম আজন্ম শৈশবের ঘুমভাঙা সকাল
অবিরাম বৃষ্টিকলায় নেচে ওঠো হৃদয়ঘটিত উৎসব
উর্বর শস্যদানা তোমাকেই গ্রাস করে দীর্ঘজীবি হয়
জীবনের নির্মল আকাক্সক্ষায় সহসা তুমি মিশে গেছো
হলুদবন ভেঙে ন্যুয়ে পড়া বিষাদের বৃক্ষে-ও বৃক্ষ আমার
যুবরাজবৃক্ষ-দরিদ্রতার উপাখ্যানে নাচিয়ে যাও পাখি
পালিত প্রেম বুকের ভিতরেই বসত গড়ে-বসত ভাঙে
ロ শাফি সমুদ্র