রঙিন আয়না - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

রঙিন আয়না

একদিন নির্মম ও অরক্ষিত মানুষের মতো
কৃষকের কান্নায় আমিও ভেসেছিলাম-সর্বশান্ত
অসহায়ের রঙিন আয়নায় আমার নৃশংস মুখ দেখে
গগনবিদারী চিৎকারে তুমিও অশরীরী হয়ে গেছো
এইতো ছিলো জীবন যাপন-বেঁচে থাকার নিয়মকানুন
তোমার হাতে আমার নিঃশ্বাসের নির্যাস
অদ্ভুত সাপ হয়ে কেড়ে নেয় আয়ুষ্কাল

পতঙ্গভূক রমণী হয়ে তুমিও শিখে গেছো বিস্তর আয়ুবিদ্যা
আয়নার বাইরে মুমূর্ষু যুবতীর গল্প হয়ে ঘুমাও অতল গভীরে
ও মেয়ে-অশরীরী মেয়ে কিভাবে ছুঁয়েছো মধ্যবর্তি সম্পর্ক
প্রাচীন মহিষদলের ভিতরে কিভাবে ছড়িয়েছো নিজেকে
আমি তৃষ্ণার জল হয়ে এঘাট ওঘাট বয়ে যাই
মানুষ পোড়া ছাইভষ্মে শ্মশানঘাট ভেঙে
সম্পর্ক বহির্ভূত ডিঙ্গিতে খুঁজেফিরি মসৃণ মুখ

মৃত্যুরও অধিক বেঁচে থাকার মন্ত্রে তুমি বশীভূত
অজস্র বিশ্বাসের ভিতর আরো স্পর্শকাতর হয়ে থাকো
আর আমি পুণর্জন্মের ভুল অঙ্ক কষে কষে
কখন যেন গাণিতিক সূত্র হয়ে গেছি


ロ শাফি সমুদ্র


Pages