গোপনে পালিয়ে যাও - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

গোপনে পালিয়ে যাও

গোপনে পালিয়ে যাও মৌমাছির ঘ্রাণে তোমাকে খুঁজতে গিয়ে
শূন্য চোখে ডানা ভেঙেছি শালিকের- মগ্ন ঘোড়ার ক্ষুরের শব্দে
খুঁজি প্রস্থান পথ আহা পথ গেছে বুঝি তোমার ছায়াপথে

নিজেকেই আড়াল করো বৃক্ষের বাঁকলে-চিন্তার সম্ভ্রমে ছুঁয়েছি হাত
প্রস্তাবিত আনন্দে পাথর পথ হেঁটে রোদ ভাঙি রোদের সংসারে
নির্বাক প্রস্তুতি ফিরে এসো ঠোঁটের কার্ণিশে-বৃষ্টির ফোঁটায় প্রাচীনবৃক্ষ
ভিজে যাবে লজ্জাবতি উঠোনে-বলো কী সংশয় রেখেছো ওখানে

এত সংশয় এত লজ্জায় তুমি রেখে যাচ্ছো স্বপ্নভূক চোখের ভাষা
মরে যাবার মতো টুকটুকে লাল আর গাঢ় হলুদের ভেতর নিঃসঙ্গ
তোমার হাত কেমন অসাঢ় হয়ে যাচ্ছে-কে জানে বহুমুখি অভিশাপে
দৈবশাসনে লুট হয়ে যাচ্ছো ওৎপেতে থাকা বালিশের বিছানায়

পালানোর যে পথ আমার থেকে দূরে থাকে-সরে যায় নির্বিঘ্নে
সে পথের বিচিত্র বিরোধ সামান্য জীবন যাপনে অনভ্যস্থ মুখের ভেতর
নিঃশেষ হতে হতে ভুলে যায় ঘরের নির্জীব জীবন-বেদনার বিশ্বাস
ভুলে থাকা সংশয়ে তোমার চোখে জমে ওঠে আসন্ন সবুজের চিৎকার

আমরা ডুকরে ওঠা বেদনা ভুলে স্মৃতির ভেতরে গেঁথেছি অজস্র কান্না
বিনাশের অবিরত শাসানো চোখ থেকে নামিয়েছি নির্মিত সূর্যরেখা
চলো আমরাও পালানোর পথ হারিয়ে পালিয়ে থাকি চুম্বনের ভেতরে


Pages