ওহো এমন মিথ্যে এমন মিথ্যাচারে মিলিয়ে যাচ্ছে সব
নতজানু-নির্বিকার কলমের শরীর ভেঙ্গে যত নিয়মনীতি
বিনষ্ট সুন্দরের বিন্দু বিন্দু বোকামী ধারণ করে চমৎকার
দাঁড়িয়ে থাকো নিষ্পাপ প্রদীপ- শাদা পৃষ্ঠায় তার ছায়াগুলো
পাখিদের মত ওড়াওড়ি- শূন্যে মেলে দেয়া জীবন তুমি
ওগো মিথ্যে- তুমি হলুদ হয়ে যাচ্ছো বিবিধ সমীকরণে
দীর্ঘ শীতল প্রতিজ্ঞায় অস্থির ক্ষুধার্ত জীবন যাপন
আঁকড়ে ধরা সন্ধ্যায় দূরভূমির যৌথ সম্পর্কের টানাপোড়েনে
তুমি হেঁটে যাচ্ছো বিস্তীর্ণ মাঠঘাট পেরিয়ে দূরভিসন্ধি বাতাসে
তোমাকে তাড়িয়ে বেড়ায় জীবনভর- জীবনের ভেতরে সহসা
ঢুকে যাওয়া জীবনবৃত্তান্ত-একাকার হয়ে গেছে অন্ধকার অধ্যুষিত
সাম্রাজ্যবাদের হাতে-শেতাঙ্গ রাষ্ট্রের কাগজে কলমে
তুমি খুন হয়ে যাচ্ছো প্রতিনিয়ত মৃত্তিকার মৌনতায়
পরজীবি আশ্রয়ে নিজেকে সস্তা দরে বেচে দিচ্ছো বিকেলের বাজারে
নিজেকে শেতাঙ্গ ভেবে দেখ প্রিয় চাষি-কিভাবে আবাদী ভূমি
প্রতিহিংসার দৃশ্যপট পাল্টে জন্ম দেয় উর্বর শস্যদানা
মিথ্যের বেসাতি ছিড়ে মৃত ঈগল কিভাবে ছোঁ মেরে নিয়ে আসে
তোমার অজস্র অধিকার
নতজানু-নির্বিকার কলমের শরীর ভেঙ্গে যত নিয়মনীতি
বিনষ্ট সুন্দরের বিন্দু বিন্দু বোকামী ধারণ করে চমৎকার
দাঁড়িয়ে থাকো নিষ্পাপ প্রদীপ- শাদা পৃষ্ঠায় তার ছায়াগুলো
পাখিদের মত ওড়াওড়ি- শূন্যে মেলে দেয়া জীবন তুমি
ওগো মিথ্যে- তুমি হলুদ হয়ে যাচ্ছো বিবিধ সমীকরণে
দীর্ঘ শীতল প্রতিজ্ঞায় অস্থির ক্ষুধার্ত জীবন যাপন
আঁকড়ে ধরা সন্ধ্যায় দূরভূমির যৌথ সম্পর্কের টানাপোড়েনে
তুমি হেঁটে যাচ্ছো বিস্তীর্ণ মাঠঘাট পেরিয়ে দূরভিসন্ধি বাতাসে
তোমাকে তাড়িয়ে বেড়ায় জীবনভর- জীবনের ভেতরে সহসা
ঢুকে যাওয়া জীবনবৃত্তান্ত-একাকার হয়ে গেছে অন্ধকার অধ্যুষিত
সাম্রাজ্যবাদের হাতে-শেতাঙ্গ রাষ্ট্রের কাগজে কলমে
তুমি খুন হয়ে যাচ্ছো প্রতিনিয়ত মৃত্তিকার মৌনতায়
পরজীবি আশ্রয়ে নিজেকে সস্তা দরে বেচে দিচ্ছো বিকেলের বাজারে
নিজেকে শেতাঙ্গ ভেবে দেখ প্রিয় চাষি-কিভাবে আবাদী ভূমি
প্রতিহিংসার দৃশ্যপট পাল্টে জন্ম দেয় উর্বর শস্যদানা
মিথ্যের বেসাতি ছিড়ে মৃত ঈগল কিভাবে ছোঁ মেরে নিয়ে আসে
তোমার অজস্র অধিকার