বিবস্ত্র প্রকল্প - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

লিটলম্যাগাজিন সমাজতন্ত্রের কেন্দ্রীয় সংগঠন নয়, এটি গুটিকয় অস্থির কবির গোপন চুক্তি

শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

বিবস্ত্র প্রকল্প

এই হলো আমাদের নির্মাণাধীন চোখ-অস্তিত্ব ও শূন্যতার বিবস্ত্র প্রকল্প
আমাদের হাতের ভেতর তীব্র হুশিয়ার প্রেমিকার আগ্নেয় জল
স্বপ্ন ও জাগরণের গভীরে প্রাতঃরাশ ভ্রমণে একলা জীবনে বেশি কিছু না
বিচ্ছেদের শিরদাঁড়া বেয়ে চোখের ভেতর বেড়ে ওঠে আগ্নেয় উৎপাত

আমাদের নির্মিত চোখের সামনে অবমুক্ত প্রসারিত কঙ্কাল
পথ হারিয়ে শ্রমের সদাই খোঁজে একদিন ঘামের গন্ধ হারিয়েছে
একদিন আকষ্মিক ছায়ার রদবলে টলমলে শীতের সান্তনা
ভুলের উদারতায় আগলে দাঁড়ায় পথ-সুশোভিত পৌষের কান্না
একদিন রাজনৈতিক ডামাডোলে হারিয়েছো অন্তর্জগতের সংশয়
আগুনের শরীরে ডুবে যাওয়া সমস্ত অভিমান

পুরুষের অনির্দিষ্ট অঙ্গিকারে তুমি ঘুমিয়ে পড়ো প্রতিদিন
প্রতিদিন সরল মৃত্যুর বিরুদ্ধে কেঁদেছো-যে তুমি কাঁদতে জানো
চোখের ভেতর বিষণ্ণ প্লাবন ডেকে ডেকে অস্থির-ভারসাম্যহীন
নির্ঘুম মেজাজে তুমিও ক্রমশ: বাদামী হয়ে যাচ্ছো আর
আমাদের প্রকল্পের ভেতর তোমাকে নির্মাণ করি অগ্রাহ্য ও
সরীসৃপ যন্ত্রণায়



Pages