আগুন সর্বদা নিরপেক্ষ ও নির্লজ্জ-শত্রুমিত্র না বোঝা সর্বনাশ
বর্ধনশীল ধোঁয়ার ভেতরে অসংখ্য জীবন নির্দয় পতনে চৌচির
মৃত্যুর উপনিবেশে সাংঘাতিক বেঁচে থাকা-তুমি কাঁদছো
অঙ্গার হাতের পরিমিত বেদনায়-চিৎকার দিয়ে উস্কে দিচ্ছো
আগুনের সম্ভ্রম-গলিত যন্ত্রণার বহুগামি পথ
আগুনের কাছেই তোমার বসবাস-অগ্নিস্নেহে নিজেকে তামাটে করো
আর সুপ্ত আগ্নেয়গিরির উত্তাপে নিজেকে মেলে ধরো
ক্লান্ত জলের ভেতর লাবণ্যময় সন্ধ্যা তোমাকে দেখে
পালিয়ে বেড়ায়-হণ্য হয়ে ছুটে যায় দিকবিদিক
বলো-কী ভয়ে এমন সুনশান নীরবতা তোমাকে ফেলে যায়
কী ভয়ের ঘনঘটা রঙিন কাচের ভেতরে লিখেছো
রঙিন কাচের ভেতরে আমাদের জ্বলজ্বলে স্মৃতিগুলো নিরস্ত্র
শঙ্কাগ্রস্ত স্মৃতি দিনদিন অদৃশ্য হয়ে যাচ্ছে
নির্বিকার জলরাশির ভেতরে ডুবে বোবা হয়ে যাচ্ছে
আসন্ন জীবনের প্রস্তুতি
-শাফি সমুদ্র