এইতো সামান্য কিছু নির্ভরতা-নির্ভয়ে থাকো
মাছের তুচ্ছ জীবনের আলিঙ্গনে প্রতিবেশি ফুলের
ঘ্রাণ নাও-দুশমনির কালো চোখে আমার ছায়ায়
অনায়াসে তোমাকে ফিরিয়ে দেয় জীবন-সুপেয় তৃষ্ণার নিবারণ
সামান্য কিছুর বিনিময়ে অবিকল আষাঢ়ের মেঘ
ভিজিয়ে দেয় বিশ্বস্ত পুরুষের গভীর স্নেহ-এই নাও আগুন
রক্তগোলাপের মৃত্যুমুখি কাটা-চুলের খোপায় সাজিয়ে রাখো
নিরাপদ হৃদয়ের নিশ্চয়তা
সঞ্চিত ঘুমের ভেতর ফুলের ঘ্রাণ-পাখিদের ডানায় বেঁধে রাখা
দূরত্ব ও দুরভিসন্ধির নিঃশ্বাস-অন্তবৃষ্টির বারান্দায়
সহনীয় আদরে ভুলে যায় ফিরে যাবার পথ-উদ্বিগ্ন
অন্ধকারে তোমার ঘুম আরো প্রগাঢ় হতে হতে ঝিনুকের ইতিহাস
ভেঙ্গে বেরিয়ে আসে পৌরাণিক পিতার উত্তরাধিকার
কোথায় যাবে তুমি এই দূরারোগ্য ভোরে
বাহুমূলে উম্মোচিত হলো এমন মুগ্ধ রক্ত কঙ্কাল
নিঃসঙ্গতার আস্তরণ ছিড়ে কোথায় পালাবে
অবলীলায় বিষণ্ণ সন্ধ্যায় ফেলে রেখেছো সূর্যের অঙ্গীকার
মাছের তুচ্ছ জীবনের আলিঙ্গনে প্রতিবেশি ফুলের
ঘ্রাণ নাও-দুশমনির কালো চোখে আমার ছায়ায়
অনায়াসে তোমাকে ফিরিয়ে দেয় জীবন-সুপেয় তৃষ্ণার নিবারণ
সামান্য কিছুর বিনিময়ে অবিকল আষাঢ়ের মেঘ
ভিজিয়ে দেয় বিশ্বস্ত পুরুষের গভীর স্নেহ-এই নাও আগুন
রক্তগোলাপের মৃত্যুমুখি কাটা-চুলের খোপায় সাজিয়ে রাখো
নিরাপদ হৃদয়ের নিশ্চয়তা
সঞ্চিত ঘুমের ভেতর ফুলের ঘ্রাণ-পাখিদের ডানায় বেঁধে রাখা
দূরত্ব ও দুরভিসন্ধির নিঃশ্বাস-অন্তবৃষ্টির বারান্দায়
সহনীয় আদরে ভুলে যায় ফিরে যাবার পথ-উদ্বিগ্ন
অন্ধকারে তোমার ঘুম আরো প্রগাঢ় হতে হতে ঝিনুকের ইতিহাস
ভেঙ্গে বেরিয়ে আসে পৌরাণিক পিতার উত্তরাধিকার
কোথায় যাবে তুমি এই দূরারোগ্য ভোরে
বাহুমূলে উম্মোচিত হলো এমন মুগ্ধ রক্ত কঙ্কাল
নিঃসঙ্গতার আস্তরণ ছিড়ে কোথায় পালাবে
অবলীলায় বিষণ্ণ সন্ধ্যায় ফেলে রেখেছো সূর্যের অঙ্গীকার
-শাফি সমুদ্র