অনুগত বিশ্বাসের অধিক দ্রোহে স্নায়ুর ভেতর ঢুকে গেছে মেঘ
চেতনা শূন্য ঘুম বৃক্ষের পাশে তোমার অন্তর্ভেদী চোখ
দীর্ঘ হয়ে গেছে-পথ ভোলা চোখ গ্রাম ভুলে বিকল স্নেহে
চুপচাপ ভেঙ্গেছো বহুবর্ণের শরীর-নিরীহ হৃদয়ের উত্তাপ
অর্ন্তগত অতীতের নিদ্রা স্বভাব অদ্ভুত নীরবতায়
চলে গেছে দূর নদীর নিঃশ্বাসে আমরা কেউ কেউ
নদীর কান্নায় ডুবতে ডুবতে কখন যেন নদী হয়ে গেছি
জলমগ্নপ্রাণ নিয়ে মাটির উর্বরতা আখ্যানে কৃষকের দুঃখ ঘোচায়
সেই সব ভূমিদস্যুদের শরীরে তুমি ছোঁয়াও রূপালি বাতাস
আমাদের রক্তজলের ঋণ ভুলে চাষিঘর ফেলে চলে যাও
শহরের ভীরু ও চতুর চোখের ভেতর
এত বিচ্ছেদের শহর খরতাপে দগ্ধ যন্ত্রণায় তুমিও কাতর
রক্তমাখা দেয়ালে ধিরে ধিরে ছোঁয়াও ভুলের মার্জনা
সার্বভৌম ও সুরক্ষিত শহরের অলসতায় ভুলে যাও তোমার
হৃদয় অধ্যুষিত শীতের ঠিকানা
নিজস্ব বসত ভিটায় মধ্য দুপুরের নির্জন সাঁতারে পাথুরেজীবন
অসহায় উন্মাদের মতো ভাঁজ হয়ে আসে জলজ সংসারে
তুমি ভুলে যাও বেদনার শহর-রৌদ্রের প্রপাত
শ্যামল সবুজ মৃত্তিকার ঘ্রাণে রাখো তোমার প্রজ্ঞার হাত
পরিপাটি জীবনের পরিণত গুপ্তজ্ঞান
চেতনা শূন্য ঘুম বৃক্ষের পাশে তোমার অন্তর্ভেদী চোখ
দীর্ঘ হয়ে গেছে-পথ ভোলা চোখ গ্রাম ভুলে বিকল স্নেহে
চুপচাপ ভেঙ্গেছো বহুবর্ণের শরীর-নিরীহ হৃদয়ের উত্তাপ
অর্ন্তগত অতীতের নিদ্রা স্বভাব অদ্ভুত নীরবতায়
চলে গেছে দূর নদীর নিঃশ্বাসে আমরা কেউ কেউ
নদীর কান্নায় ডুবতে ডুবতে কখন যেন নদী হয়ে গেছি
জলমগ্নপ্রাণ নিয়ে মাটির উর্বরতা আখ্যানে কৃষকের দুঃখ ঘোচায়
সেই সব ভূমিদস্যুদের শরীরে তুমি ছোঁয়াও রূপালি বাতাস
আমাদের রক্তজলের ঋণ ভুলে চাষিঘর ফেলে চলে যাও
শহরের ভীরু ও চতুর চোখের ভেতর
এত বিচ্ছেদের শহর খরতাপে দগ্ধ যন্ত্রণায় তুমিও কাতর
রক্তমাখা দেয়ালে ধিরে ধিরে ছোঁয়াও ভুলের মার্জনা
সার্বভৌম ও সুরক্ষিত শহরের অলসতায় ভুলে যাও তোমার
হৃদয় অধ্যুষিত শীতের ঠিকানা
নিজস্ব বসত ভিটায় মধ্য দুপুরের নির্জন সাঁতারে পাথুরেজীবন
অসহায় উন্মাদের মতো ভাঁজ হয়ে আসে জলজ সংসারে
তুমি ভুলে যাও বেদনার শহর-রৌদ্রের প্রপাত
শ্যামল সবুজ মৃত্তিকার ঘ্রাণে রাখো তোমার প্রজ্ঞার হাত
পরিপাটি জীবনের পরিণত গুপ্তজ্ঞান