বনেদি বিহার - শাফি সমুদ্র

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বনেদি বিহার


ভূমিষ্ট
নদির জলে কী করে ভুলে যাই শ্বাশত ঘুঙুরের ঘৃণা 

বিশ্বাসের বনলতায় একা ময়ূরাক্ষীহৃদয়মুখর অতলে বাঁচে 

লোকান্তরে এত মানুষের চরাচর হৃদয় একা হাঁটে আঁধারে  

ভেতরে পাখিদের আনাগোনাঘাসের নিবিড় নিঃশ্বাস 

 

কী ব্যাকুল মরণের জোছনায় ঝুলে থাকো নির্বাক নিশাচর  

আমারে বেঁধে রাখো পুষ্পের অন্তর্ধ্যানেমুখরিত মরিচিকায় 

দুরাশার দূরত্বে হৃদয়ে জমেছে কী প্রেমিকের মিথ্যা শিহরণ 

মেঘ তুমি উড়ে যাও দূর দেশে ভাটির ভাসানে 

 

যদি বলো ফিরে যাই এই নষ্ট ভোরের আলোহীন আঁধারে 

তামাটে ত্বকের গন্ধ ছেড়ে যদি এবার পালাই মানুষের নরকে 

কোথায় একাকী নিয়তি নিসর্গকোথায় পৌরাণিক প্রেম 

আমার চোখেই হারিয়ে গেছে পাখিদের বিগত লেনদেন  

 

পাখিদের চোখে ছিলো কী বৃষ্টির বিসর্জনঅনন্ত অভিযোগ 

বর্ণহীন বিষাদের খাঁচা ছেড়ে উড়ে গেছে চিঠির চিৎকার 

চোখের পাতায় এক বনেদি বিহার পেছনে ফেরেনি কোনদিন 

শীতল বরফে অগচোরে রেখে গেছে আদি পাপের ফসলাদি 




শাফি সমুদ্র



Pages